বারাক ওবামা পত্নী মিশেল ওবামা আমেরিকার ফার্স্ট লেডির সম্মান পাওয়াকে জীবনের সেরা প্রাপ্তি হিসেবে স্বীকার করে নিলেন। শুক্রবার রাতে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানেই আবেগপ্রবণ হয়ে পড়ে ওবামা পত্নী এ মন্তব্য করেন।
এ সময় মিশেল ওবামা বলেন, ‘ফার্স্ট লেডি হওয়ার কোনও তুলনা হয় না। বিরল এই সম্মান সকলে পান না। আমি পেয়েছি বলে দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই।’
মিশেল আরও বলেন, ‘ভয়কে দূরে সরিয়ে রাখতে হবে। নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। তবেই আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে বাকি দুনিয়াকে রাস্তা দেখাতে পারবে। এমনভাবে চলতে হবে, যাতে আপনাকে দেখেই বাকিরা অনুপ্রেরণা পায়।’
আমেরিকার তরুণসমাজের প্রতি তিনি বলেছেন, ‘আমেরিকার ভবিষ্যৎ তোমরাই। এমন উচ্চতায় নিজেদের নিয়ে যাও, যেন তোমাদের দেখে আমরা গর্ব করতে পারি। তোমাদের সকলের অবদানই দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।’
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২