ভারতের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন দেশটির সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আগামী ৯ জানুয়ারি কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে জানা গেছে।
ভারতের অমৃতসর(পূর্ব) কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন সাবেক এই ক্রিকেটার। এ কথা জানিয়েছেন সিধুর স্ত্রী নভজ্যোৎ কউর। বিজেপি এর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গত বছরের ১৪ সেপ্টেম্বর দল ছাড়েন সিধু। এরপর তিনি নিজেই ' আওয়াজ–ই–পাঞ্জাব ' নামে একটি রাজনৈতিক দল গড়েন। কিন্তু সে সময় সাবেক হকি খেলোয়াড় পারগত সিংহ ছাড়া কাউকে তেমন পাশে পাননি। তাই সেই মঞ্চ ছেড়ে আম আদমি পার্টির সঙ্গে তিনি আলোচনা শুরু করেন বলে জানা যায়।
তবে জল্পনা ছিল কোন দলের প্রার্থী হবেন তিনি। তাই তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে রাজি হননি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেই কারণেই তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহল থেকে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৮