সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্য করলেই মিলবে আর্থিক পুরস্কার, সঙ্গে সার্টিফিকেটও। এ উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার।
সম্প্রতি পথদুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এড়াতে দিল্লি সরকার এই নতুন পদক্ষেপ নিয়েছে। সেখানে সরকারের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যদি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে বাঁচায়, তবে তাকে পুরষ্কৃত করবে সরকার। ওই ব্যক্তিকে দেয়া হবে কড়কড়ে ২০০০ টাকার নোট, সঙ্গে সার্টিফিকেট।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় আহত মরণাপন্ন ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দিলেই মিলবে এই পুরস্কার। জরুরি অবস্থায় আরও মানুষ যাতে ভয় না পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে।
কিছুদিন আগে দিল্লির সুভাষনগরে একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার ভয়ে কেউ তার দিকে সাহায্যের হাতটুকুও বাড়িয়ে দেয়নি। রাস্তায় পড়ে থেকেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এর পরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার। ২০১৬ সালে দিল্লির অটো চালকদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ ট্রেনিংও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা মেটেনি। এবার এই পদক্ষেপে দুর্ঘটনায় মৃত্যু অনেকটাই কমবে বলে মনে করছে সরকার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ