ইসলামিক স্টেটের হাত থেকে মসুল পুনর্দখল করার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে ইরাকের সরকারি বাহিনী। এরইমধ্যে শহরটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া টাইগ্রিস নদীর তীর পর্যন্ত অস্ত্র-গোলা নিয়ে পৌঁছে গেছে তারা। খবর বিবিসির।
শহরটিকে আইএস-এর হাত থেকে মুক্ত করার জন্য অভিযান শুরু করার প্রায় তিন মাস পর এখানে এসে পৌঁছেছে বিশেষ বাহিনী।
বিশ্লেষকরা বলছেন, ইরাকী বাহিনী তাদের কৌশলে কিছু পরিবর্তন আনার সুফল পাচ্ছে। মসুলের দু'টি এলাকা এরই মধ্যে আবার দখল করে নিয়েছে সন্ত্রাস-দমন বাহিনী। আইএসের এখন যোদ্ধার সংখ্যা কমে যাচ্ছে। তারা তিন দিক থেকে বিপক্ষের অগ্রাভিযানের সম্মুখীন।
এদিকে টাইগ্রিস নদীর ওপর যে পাঁচটি সেতু আছে তার একটিতে হামলা চালিয়েেজিহাদিরা অন্তর্ঘাতী হামলা চালিয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ