চলতি বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন সাইবার হামলার কবলে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভ লেদরিঁও। তিনি বলেছেন, হ্যাকাররা প্রতিরক্ষা ব্যবস্থাকে টার্গেট করছে এবং এ ধরনের হামলা প্রতিবছরই দ্বিগুণ হচ্ছে। গত বছর দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আসা ২৪ হাজার সাইবার হামলা নস্যাৎ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে ধরনের সাইবার হামলা হয়েছে সেরকম হামলা ঠেকাতে ফ্রান্স সক্ষম হয়ে উঠেছে তা ধরে নেওয়া ঠিক হবে না বলে জানান তিনি। তাই দেশের সাইবার নিরাপত্তা অভিযান নতুন করে ঢেলে সাজানোর বিষয়টি তিনি তদারক করছেন বলে জানান।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত তিন বছরে ফ্রান্সে সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং দেশের অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এটা।
যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাইবার হামলার অভিযোগ মাথায় নিয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক জয়ের পর ফ্রান্সে আগামী এপ্রিল-মে মাসে শুরু হতে চলা নির্বাচনের ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ