ভারতের অস্ত্রভাণ্ডারকে সমৃদ্ধ করতে নানা ধরনের চেষ্টা করে যাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একের পর এক আধুনিক অস্ত্র ও উন্নত প্রযুক্তির সহায়তা নিতে চেষ্টা করছে দেশটি। এবার তারই ধারাবাহিকতায় বোমা নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডের কোন প্রতিনিধিকে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হবে না।
সম্প্রতি ১০৪ তম ভারতীয় সায়েন্স কংগ্রেসে রোবোটিক্স সায়েন্টিস্ট তথা দিল্লি আইআইটির অধ্যাপক ড. সুবীর কুমার সাহা জানিয়েছেন, ভারত রোবোটিক্সে অনেকটাই এগিয়ে গেছে। ভারতীয় সেনা সম্প্রতি ২০০টি রোবোটের অর্ডার দিয়েছে, যারা বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম। এছাড়াও ডিআরডিও তৈরি করেছে ‘দক্ষ’, যা বোমা নিষ্ক্রিয় করতে পারে।
২০০ টি রোবটের জন্য তিনটি সংস্থায় অর্ডার দেওয়া হয়েছে। ‘দক্ষ’ হল একটি রোবোট, যা রিমোট কন্ট্রোলের সাহায্যে চালনা করা যায়।ডিআরডিও-র ইঞ্জিনিয়াররাই তৈরি করেছেন এই বিশেষ ধরনের রোবট। সেনা, পুলিশ কিংবা প্যারামিলিটারি এই রোবট ব্যবহার করতে পারে অদূর ভবিষ্যতে। কিছুদিন আগেই সেনাবাহিনীর জন্য ৪৪,০০০ বন্দুক কেনার চুক্তিতে সায় দিয়েছে ভারত সরকার। গত দুই দশক ধরে ব্রিটিশ আমলের বন্দুকগুলোও পাল্টানোর চেষ্টা করছে ভারত সরকার। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার