পৃথিবীর অন্যতম প্রাচীন জনপদ ইসরায়েলের জেরুজালেমে ট্রাক চালিয়ে সেনা কর্মীদের পিষে মেরে ফেলার পিছনে ইসলামিক স্টেট জড়িত বলে দাবি করছে ইসরায়েল সরকার। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, বিভিন্ন সূত্র খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামলায় জড়িত আইএস জঙ্গিরা। যদিও জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ইসরায়েল সরকারের এই দাবিকে স্বীকার করতে নারাজ।
‘The Jerusalem Post’ জানাচ্ছে, ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারপরেই তিনি আইএসকে দায়ি করেছেন। গতকাল রবিবার পূর্ব জেরুজালেমের ইসরায়েলি অংশ আরমন হানেতিভ এলাকায় এ জঙ্গি হামলা হয়। জেরুজালেম পোস্টের রিপোর্ট, জনপ্রিয় পর্যটন স্থান ‘ওল্ড সিটি অব জেরুজালেম’দেখতে একটি বাসে করে এসেছিলেন ইসরায়েলি সেনার কয়েকজন। ভিডিও ফুটেজে দেখা গেছে, এক স্থানে জড় হওয়া কয়েকজনকে পিষে দিয়ে তীব্র গতিতে একটি বাস চলে গেল। পরে গুলি করে হত্যা করা হয় ফাদি আল কানবার (Fadi al-Qanbar) নামে ওই ট্রাক চালককে। সে পূর্ব জেরুজালেমের বাসিন্দা। এপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, এই ট্রাক হামলায় মৃত্যু হয়েছে তিনজন নারী ও একজন পুরুষের।
বিডি প্রতিদিন/এ মজুমদার