মিশরের সিনাই পেনিনসুলায় একটি নিরাপত্তা চৌকিতে আজ ট্রাক বোমা হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
জানা যায়, উত্তর সিনাইয়ের আর-আরিশ শহরের একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে আত্মঘাতী এ হামলা চালানো হয়। এ সময় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ঘটনার পেছনে ইসলামিক স্টেট (আইএস) জড়িত থাকতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার