আসন্ন বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে নাশকতা চালাতে পারে জঙ্গিরা। আইএসআইয়ের মদতে সাম্প্রদায়িক অস্থিরতাও তৈরি হতে পারে। ঠিক ২০১৫ সালের মতো।
পাঞ্জাব পুলিশের ডিজিপি সুরেশ আরোরাকে জানাল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বানচাল করতে তৎপর আইএসআই। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে সম্প্রতি একটি বৈঠক হয়। সেখানেই পাঞ্জাবে নাশকতার সম্ভাবনার কথা জানানো হয়।
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য ৮৫,০০০ নিরাপত্তারক্ষীবাহিনীর ব্যবস্থা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে পাঞ্জাবেই বেশি সংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন থাকবে। রাজ্য পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় কড়া নজর রাখতে বলা হয়েছে সীমান্তরক্ষীবাহিনীকে।
উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবর মাসে শিখ ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থ সাহিব'র অবমামনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পাঞ্জাব। সে বছর ১২ অক্টোবর ফরিদকোট জেলার বারগারিতে ১১০টি গুরুগ্রন্থ কুচিকুচি অবস্থায় উদ্ধার হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেরি হয়নি। প্রতিবাদ মিছিলে নেমে ১৪ অক্টোবর পুলিসের গুলিতে দু’জনের মৃত্যু হয়। এতে পরিস্থিতি আরও চরমে ওঠে।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন