এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সবচেয়ে আলোচিত বিষয় হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের দেয়া আবেগঘন বক্তৃতা। সোমবার আয়োজিত ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার হাতে নেয়ার আগে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে কথা বলেন তিনি।
মেরিল স্ট্রিপ বলেন, 'ট্রাম্প একজন প্রতিবন্ধী সাংবাদিককে উপহাস করেন। অশ্রদ্ধাকে আমন্ত্রণ করেন। হিংসাকে প্ররোচনা দেন। একজন ক্ষমতাসীন ব্যক্তি যখন অন্যকে ছোট করার চেষ্টা করে, তখন তা আমাদের সকলের পরাজয়।'
২০১৫ সালে দক্ষিণ ক্যারোলিনাতে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবন্ধী সাংবাদিককে ট্রাম্প উপহাস করেন বলে অভিযোগ ওঠে। সেই সূত্র টেনেই এদিন ট্রাম্পের সমালোচনার মুখর হন মেরিল স্ট্রিপ।
ওই বক্তৃতার পরপরই সোমবার ভোর সাড়ে তিনটার দিকে টুইটারে ট্রাম্প লেখেন, 'হলিউডের সবথেকে অতিমূল্যায়িত অভিনেত্রীদের মধ্যে একজন মেরিল স্ট্রিপ। তিনি আমাকে চেনেন না, কিন্তু গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে আমায় আক্রমণ করেছেন। তিনি একজন...'
কয়েকমিনিট পরেই আবার টুইট করেন ট্রাম্প। তিনি লিখেন, 'মেরিল হলেন হিলারির (হিলারি ক্লিনটন) সমর্থক, যিনি খুব বাজে ভাবে হেরে গিয়েছেন। ১০০ বারের জন্য বলছি, আমি কখনই প্রতিবন্ধী সাংবাদিককে 'উপহাস' করিনি (কখনো করবোও না)। আমি শুধু ওই সাংবাদিককে দেখিয়েছিলাম...'
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা