নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও জানিয়েছেন, নিউইয়র্কে কোন ধরনের বিদ্বেষপূর্ণ হামলা মেনে নেয়া হবে না। নিউইয়র্কে কোনো মুসলমান বিদ্বেষপূর্ণ হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে মেয়রের কার্যালয়ে জানাতে বলেন তিনি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। স্থানীয় সময় গত রবিবার রাতে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় হিল সাইড ব্যাংকোয়েট হলে এক অনুষ্ঠানে বিল ডি ব্লাজিও এসব কথা বলেন।
মেয়র বলেন, নিউইয়র্ক নগরীর প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তাই সবার অধিকার রক্ষায় নগরীর প্রশাসন সক্রিয়। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি এগিয়ে। বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কের রাজনীতি ও অর্থনীতিতে অভাবনীয় ভালো করবে। ব্লাজিওর নির্বাচনী তহবিল সংগ্রহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার