ভারত ও আরব আমিরশাহির বন্ধুত্ব আরো দৃঢ় করতে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রথমবার দিল্লির রাজপথে কুচকাওয়াজ করতে দেখা যাবে আরব সেনাবাহিনীকে। এর আগে ২০১৬ সালের দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিল ফরাসি সেনাবাহিনী।
এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আরব আমিরশাহীর রাজপুত্র শেখ মহম্মদ। তিনিই হলেন আরব সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার। ভারতের বিভিন্ন মিলিটারি ব্যান্ডের সঙ্গে এবার কুচকাওয়াজে পা মেলাবেন আরব আমিরশাহির সেনা সদস্যরাও। শেখ মহম্মদের এই ভারত সফর আগামী দিনে দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার