ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দীর্ঘদিনের অভ্যাস বদল করলেন। প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠে পড়তেন। দিনের শুরু হতো সূর্য নমস্কার ও ঘন্টাখানেক যোগাসন করে। কিন্তু মঙ্গলবার মা হীরাবেনের সঙ্গে দেখা করতে গিয়ে সেই অভ্যাসে বদল আনলেন মোদি।
সকালে টুইট করে প্রধানমন্ত্রী মোদি জানান, যোগ ব্যায়াম এড়িয়ে গেলাম এবং মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সূর্য ওঠার আগেই মায়ের সঙ্গে ব্রেকফাস্ট সারলাম। একসঙ্গে দারুণ সময় কাটালাম।
৮ম ভাইব্র্যান্ট গুজরাজ গ্লোবাল সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে সোমবার রাতেই গুজরাট পৌঁছান প্রধানমন্ত্রী। রাতে মা হীরাবেন (৯৭) এর কাছে যান মোদি। গুজরাট গান্ধীনগরের কাছে রাইসান গ্রামে ছোট ছেলে পঙ্কজের কাছে থাকেন হীরাবেন।
গুজরাটে মায়ের সঙ্গে আনন্দের সঙ্গে নাস্তা করলেও মোদিকে নিয়ে বিদ্রুপ করেছেন আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদির টুইটের পরই কেজরিওয়াল অভিযোগ করেন, মাকে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন প্রধানমন্ত্রী। গান্ধীনগর থেকে হীরাবেনকে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যাওয়ার অনুরোধও জানান তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, আমি আমার মাকে নিজের সঙ্গে রাখি। আমি সবসময় তার আশীর্বাদ নিই। কিন্তু তাকে নিয়ে কখনও বিশ্বব্যাপী প্রচারণা করি না। রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমি কখনও আমার মাকে ব্যবহার করি না।
আরেকটি টুইটে কেজরিওয়াল বলেন, হিন্দু ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী কোনো ব্যক্তিকে তার মা ও স্ত্রীকে নিজের কাছে রাখা উচিত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অনেক বড়, কিন্তু হৃদয়টা ছোট।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা