কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভাইস অ্যাডমিরাল জুলিও গ্যান্ডারিলা বার্মিজোর নাম ঘোষণা করেছেন।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে বলা হয়, গ্যান্ডারিলা বার্মিজো জেনারেল কার্লোস ফার্নান্দেজ গনদিনের (৭৮) স্থলাভিষিক্ত হবেন।
বিবৃতিতে আরও বলা হয়, গ্যান্ডারিলা বার্মিজোর সশস্ত্র বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন সদস্য।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম