ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি বললেন, যতোই অন্য প্রচার করা হোক, নোট বাতিলে বড় ক্ষতি হবে অর্থনীতির। পাল্টা যুক্তি দিয়ে আসরে নেমেছেন মোদীর সেনাপতি অরুণ জেটলি। তার দাবি, কর আদায়ের হিসেবই বলে দিচ্ছে, নোট বাতিলের বিরূপ প্রভাব পড়েনি অর্থনীতিতে।
নরেন্দ্র মোদীকে চারপাশ থেকে কোণঠাসা করতে ঘুঁটি সাজাচ্ছেন রাহুল। ক'দিন আগেই দলের নেতাদের গোপন বৈঠকে রাহুল জানিয়েছেন, মনমোহন সিংহ তাকে বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত ‘ছুরি দিয়ে গলা কেটে নেওয়ার’ সমান। মনমোহনের মতো বিশিষ্ট অর্থনীতিবিদকে দিয়ে সংসদেও দলের অবস্থান ব্যাখ্যা করা হয়েছিল। মনমোহন আজ বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত ভারতের অর্থনীতিতে বিরাট নেতিবাচক প্রভাব নিয়ে আসতে চলেছে। তার মতে, আগাম অনুমান অনুযায়ী এই অর্থবর্ষে এমনিতেই বৃদ্ধির হার ৭.৬ থেকে কমে ৭.১ শতাংশ হওয়ার আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে নোট বাতিলের ধাক্কার হিসেব করা হয়নি। সেটি হলে দেখা যাবে বৃদ্ধির হারে আরো নেতিবাচক প্রভাব অপেক্ষা করে রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, নোট বাতিলে কোন ক্ষতি হবে না- এমন কথা যতই প্রচার করা হোক, আসল ছবিটা হবে উল্টো। বৃদ্ধি ও জাতীয় আয়ের ক্ষেত্রে এই ক্ষতির প্রভাব বিরাট ভাবে পড়বে। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার