ভারতে নতুন বছরকে সামনে রেখে বেকারত্বের হার আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ভারতে চাকরির বাজার ক্রমশ ছোট হয়ে আসছে। আর এতে করে ২০১৭ - ২০১৮ সালের মধ্যে ভারতে বেকারত্ব আরো বাড়বে বলেই মনে করছে ওই সমীক্ষা।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) শ্রম সংক্রান্ত একটি চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ -১৮ সালের মধ্যে ভারতে বেকারত্ব শুধু যে বাড়বে তা নয়, থমকে যেতে পারে চাকরির সুযোগ তৈরির সম্ভাবনাও। ২০১৭ সালে বিশ্বব্যাপী কর্মসংস্থান ও সামাজিক পরিস্থিতির ছবিটা কেমন হতে পারে, রিপোর্টে তার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০১৭ সাল জুড়ে বেকারত্ব ও সামাজিক বৈষম্য বাড়বে। রিপোর্টে আরো জানানো হয়, ২০১৭-১৮ সালে ভারতে কর্মসংস্থানের বাজারে জোয়ার আসার প্রত্যাশা নেই। বেকারত্ব সামান্য বাড়তে পারে। শতাংশের বিচারে কর্মসংস্থানের সুযোগ স্থবির থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার