যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের এ খবর জানিয়েছে।
রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনার কথাও ট্রাম্প জানিয়েছেন। ট্রাম্প এই সাক্ষাৎকারে একই সঙ্গে 'এক চীন নীতি'র বিষয়ে আলোচনার কথা জানান। ট্রাম্প বলেন, যদি জঙ্গিদের বিরুদ্ধে মস্কো ওয়াশিংটনকে সহযোগিতা করে, তবে রাশিয়ার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার