ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি স্কুল বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও অপর ১৭ জন আহত হয়েছেন।
আজ শনিবার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস এ কথা জানায়।
ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনার সময় স্কুল বাসটিতে কোনো যাত্রী ছিল না।
আন্তঃপ্রদেশ সার্ভিস বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানানো হয়নি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াগুয়াচি ও মিলাগ্রো শহরের মধ্যকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম