চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু প্রদেশের একটি মহাসড়কে ১৯টি গাড়ি একটি আরেকটির ওপর উঠে গিয়ে ৬ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় ট্রাফিক কর্তৃপক্ষ এ খবর জানায়।
শনিবার সকাল সাড়ে ৯টায় কিংইউয়ান নগরীতে গুয়াংডং ও উত্তরাঞ্চলীয় হুনান প্রদেশের সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সাতটি যানবাহনে আগুন ধরে যায়। উদ্ধার অভিযান চলছে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম