ফিজি উপকূলের অদূরে শনিবার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৬১১) রাজধানী সুভা থেকে ২৩৮ কিলোমিটার দূরে এবং নাদি থেকে ১৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নাদিতে কম্পন অনুভূত হলেও এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম