ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরটিকে ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পুনর্দখল করার লড়াইয়ে শহরটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী।
২০১৪ সালে মসুল শহরটি আইএস দখলের পর ক্যাম্পাসটি তাদের একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করতো। তাই এটিকে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসির।
মসুল শহরের কর দিতে সক্ষম জনগোষ্ঠী এবং নিকটবর্তী তেলক্ষেত্রগুলোর কারণে কিছুকালের মধ্যেই আইএস সবচেয়ে ধনী জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়। তবে এখন ইরাকের সরকারি বাহিনী মসুল পুনর্দখলের অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।
একজন জেনারেলকে উদ্ধৃত করে ইরাকের সরকারি টিভি বলছে, নিরাপত্তা বাহিনী মসুল বিশ্ববিদ্যালয় এলাকাটি পুরোপুরি মুক্ত করেছে। এখানে সরকারি বাহিনী অস্ত্র বানানোর রাসায়নিক পদার্থ পেয়েছে বলে বলা হচ্ছে।
মসুল শহরের পূর্ব অংশ এর আগেই সরকারি বাহিনী নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পশ্চিমাংশ এখনো আইএসের নিয়ন্ত্রণে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব