পাকিস্তানে পানি দেওয়া বন্ধ করার পরিকল্পনা করা হলে ভারতে রক্তবন্যা বয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মুম্বাই হমালার অন্যতম চক্রী ও জামাত উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ।
পাকিস্তানের ফয়সালাবাদে এক জনসভায় ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ভারতীয় সেনা জওয়ানরা প্রায় ৬৫০, ০০০ কাশ্মীরি মুসলিমকে হত্যা করেছে। এরপরই আখনুর, উরি এবং অন্যান্য জায়গায় পাল্টা জবাব দিয়েছে কাশ্মীরি মুজাহিদিনরা। এবার যদি ভারত পরিকল্পনা করে পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে, তাহলে রক্তবন্যা বয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কাশ্মীরি মুজাহিদিনরা ভারতকে ধীরে ধীরে ধ্বংস করছে, এবং নয়াদিল্লি বাস্তবে সেটা আটকাতে কিছুই করতে পারবে না। এবং এই লড়াইয়ে তিনি নাকি একলা নন, তার সঙ্গে রয়েছেন গোটা পাকিস্তানবাসী।
হাফিজের দাবি, বালোচ নেতা শাহজাহান বুগতি তার সঙ্গে হাত মিলিয়েছেন, এবং জানিয়েছেন তিনি কাশ্মীরিদের জেহাদ আন্দোলনে তাদের পাশে রয়েছেন। বুগতির দাবি বালোচিস্তানের প্রায় ৫০ হাজার তরুণ হাফিজের ডাকের অপেক্ষায় রয়েছে। তার ডাক পেলে কাশ্মীরি মুজাহিদিনদের লড়াই যোগ দিতে প্রস্তুত সেইসব তরুণরা।
ওই জনসভায় হাফিজ বলেন, কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনে তিনি তাদের পাশে রয়েছেন, কারণ, কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। সূত্র: এবিপি আনন্দ
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব