ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। লিবিয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত আটজনের লাশ ও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে শতাধিক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
এ বিষয়ে অভিযান পরিচালনায় অংশ নেওয়া ইতালীয় কোস্ট গার্ড জানায়, দুর্ঘটনার পর অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। অভিযানে ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ, দুটি ট্রেড ভেসেল ও ওপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে নিখোঁজ অভিবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে জানা যায়নি। এর আগে গত শুক্রবার ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সাড়ে ৫ শ অভিবাসীবাহী একটি নৌকা আটক করে ইতালীয় কোস্ট গার্ড।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/হিমেল