গত সপ্তাহ থেকেই ভারতের সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে আলোচনা চলছিল দেশের রাজনীতি মহলে। অবশেষে তা সত্যি হল। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই রবিবার কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর বাড়ি যান সিধুর। এরপর আনুষ্ঠানিকভাবে তিনি কংগ্রেসের যোগ দেন। খবর আজকালের।
আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে সিধুকে দলে নিয়ে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল কংগ্রেস। পাঞ্জাবে কংগ্রেসের লড়াই অকালি দল এবং আপের সঙ্গে। কংগ্রেস শিবিরের আশা দীর্ঘদিন পর তারা আবার পাঞ্জাবে ক্ষমতায় ফিরবে।
গত বছর জুলাইয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সিধু। সেপ্টেম্বরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। আপের সঙ্গেও কথাবার্তা চলছিল সিধুর। কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দলের তরফে জানানো হয়েছে, ‘সিধু স্পষ্ট বক্তা। জনসংযোগ দুর্দান্ত। রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। সাংসদ ছিল। এবার পাঞ্জাবে দলের শক্তি বৃদ্ধি পাবে।’
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব