ভারতের মুম্বাইয়ের এ ঘটনা ফের প্রমাণ করে দিল আতঙ্কের নগরী হয়ে উঠছে দেশটির মেট্রোপলিটন শহরগুলি। নিজের বাড়ি থেকে নিখোঁজ ছিল ৪ বছরের ও শিশুটি। তার নিখোঁজ হওয়া নিয়ে পুলিশের কাছে ডায়েরিও করে শিশুর পরিবার। দু'দিন পরে সেই শিশুটির দেহ পাওয়া যায় তারই এলাকায় একটি জলাশয়ে অর্ধ নিমজ্জিত অবস্থায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৪ জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
জানা গেছে, মিষ্টির লোভ দেখিয়ে এক ব্যক্তি শিশুটিকে ডেকে নিয়ে যায় এক নির্জন জায়গায়, যেখানে আরো তিন ব্যক্তি অপেক্ষা করছিল।গণধর্ষণের পর শিশুটিকে হত্যা করে দুষ্কৃতীরা। পোস্টমর্টেমে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। শিশুটির মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তির সঙ্গে ওই শিশুর পরিবারের পূর্ব পরিচিত। তারা প্রত্যেকেই শ্রমিক শ্রেণির। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা সম্ভবপর হলেও, চতুর্থজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি দেশটির পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার