অর্থনীতি গতিশীল ও সরকারকে স্থিতিশীল করার লক্ষ্যে নিউজিল্যান্ডে ২৩ সেপ্টেম্বর নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী বিল ইংলিশ এ কথা জানান।
নির্বাচনে প্রধানমন্ত্রী বিল ইংলিশের রক্ষণশীল ন্যাশনাল পাটি’র নেতৃত্বাধীন জোট চতুর্থবারের মতো দেশটির সরকার গঠনের আশা করছে।
জন কি’র পদত্যাগের পর ডিসেম্বর মাসে ইংলিশ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
নির্বাচনী প্রচারণায় কোন বিষয়টিকে গুরুত্ব দিবেন এমন প্রশ্নের জবাবে ইংলিশ ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির’ কথা জানান। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে বছরে প্রায় ৩.৫ শতাংশ অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম