রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠক করতে আজ বৃহস্পতিবার বুদাপেষ্টে যাচ্ছেন। উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারই এ বৈঠকের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে পুতিনের এটি প্রথম সফর।
পুতিনের সঙ্গে অর্বানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ আরোপ তুলে নিতে তিনি আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি অবরোধের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেননি।
উল্লেখ্য, ২০১৪ সালে এ অবরোধের পর থেকেই রাশিয়ার অর্থনীতিতে মন্দা দেখা দেয়।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তনের কারণে অর্বান পুতিনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবেন। এছাড়া বিশ্বের যে কয় গুটি নেতা প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন অর্বান তার একজন।
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম