ফ্রান্সের প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরের বাইরে সৈন্যদের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি হাতে ছুরি নিয়ে আল্লাহু আকবার বলে মিউজিয়াম সংলগ্ন শপিং সেন্টারে প্রবেশের চেষ্টা করেছিলেন।
শুক্রবার ওই ঘটনা ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যদের আক্রমণ করলে ওই ব্যক্তিকে গুলি করা হয় বলে জানা গেছে। মোট পাঁচটি গুলি করা ওই ব্যক্তির শরীরে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি এখনো জীবিত আছেন।
গোলাগুলির ঘটনায় জাদুঘরে আসা দর্শণার্থী ভীত হয়ে পড়েন। এখন পুরো জাদুঘর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর জানায়, ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করতে চাইলে তিনি তাতে অস্বীকার করেন। পরে তাকে প্রবেশ করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ছুরি বের করেন। এরপরপরই তাকে গুলি করেন সৈন্যরা। একই সময় সন্দেহজনক আচরণ করায় জাদুঘর এলাকা থেকে অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা