ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান নিজেদের বদলে নিলে ভাল। না হলে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এমন ‘গ্যারান্টি’ দেওয়া যাচ্ছে না।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'পাকিস্তান আমাদের প্রতিবেশী। তারা যদি ইতিবাচক দিকে বদলায়, তা হলে এমন পদক্ষেপ (সার্জিক্যাল স্ট্রাইক) করার প্রয়োজন আর হবে না। কিন্তু যদি জঙ্গি সংগঠনগুলি এবং অন্যরা ভারতকে নিশানা বানাতে থাকে, তা হলে আমরা নিশ্চয়তা দিতে পারছি না যে আবার সার্জিক্যাল স্ট্রাইক করব না।'
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দাউদকে হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা। তার কথায়, "আমি আত্মবিশ্বাসী যে আমরা তাকে হাতে পাবই। শুধু কিছুটা সময়ের অপেক্ষা।"