ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সাউথ সুলাওয়েসি প্রদেশের অদূরে একটি নৌকাডুবিতে সাতজন নিহত হয়েছেন। নৌকাটিতে অন্তত ১৯ জন যাত্রী ছিল। শনিবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এ কথা জানান।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এইচ. আলামসিইয়াহ্ বলেন, তাকালার এলাকার মাকাসসার স্ট্রেইটের তেনেকে জলাভূমিতে নৌকাটি ডুবে যায়।
তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে বলেন, ‘এই ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এ অভিযানে নৌবাহিনী এবং তল্লাশি ও উদ্ধার সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন।’
বিডি-প্রতিদিন/এস আহমেদ