চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। দ্রুত গতিতে ছুটে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
খবরে বলা হয়, হেবেই প্রদেশের আনঝুউ শহরে শুক্রবার স্থানীয় সময় রাত ১০ টা ৩৬ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং হাসপাতালে একজন মারা যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ