চীনে বসন্ত উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি উদযাপনকালে আগ্নিকাণ্ডে দেশব্যাপী মোট ৩৯ জন লোক নিহত হয়েছেন। আজ শনিবার চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় জানায়, ছুটির সময় মোট ১৩ হাজার ৭৯৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ কম এবং নিহতের সংখ্যা কমেছে ২৬ দশমিক ৪ শতাংশ।
পুলিশ দেশব্যাপী গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিং মল, ধর্মীয় স্থান, আতশবাজি প্রদর্শনী এলাকা ও মন্দির মেলা প্রাঙ্গণে পর্যবেক্ষণ জোরদার করেছে।
মন্ত্রণালয় জানায়, সারাদেশে ৮ লাখ ৯৬ হাজারের বেশি অগ্নিকাণ্ড সংক্রান্ত বিপদের খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম