ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কে শনিবার একটি গাড়ি বোমা বিস্ফোরণে রুশপন্থী এক জ্যেষ্ঠ বিদ্রোহী নিহত হয়েছেন। আজ রবিবার বিদ্রোহীদের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
নিহত বিদ্রোহীর নাম ওলেগ আনাশ্চেঙ্কো। তিনি বিদ্রোহীদের স্বঘোষিত লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলএনআর)-এর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই ঘটনার জন্য বিদ্রোহীরা ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ এনেছে। তবে কিয়েভ শনিবারের এই বিস্ফোরণের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।
২০১৫ সালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে এই সপ্তাহেই সবচেয়ে বেশি রক্তপাতের ঘটনা ঘটেছে। ইউক্রেন সৈন্য ও রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই নিহতের ঘটনা ঘটল।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম