ভারতের দক্ষিণ দিল্লির নেহেরু এলাকায় মেট্টো রেল স্টেশনে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। সোমবার ভোরে হওয়া ওই গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
সূত্র জানায়, বুলেট প্রুফ জ্যাকেট থাকায় পুলিশের সদস্যরা রক্ষা পান। এ সময় পুলিশও কমপক্ষে পাঁচ রাউন্ড এবং সন্ত্রাসীরা আট রাউন্ড গুলি চালায়।
গুলি বিনিময়ের পর পুলিশ আকবর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আকবর পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী। আকবরকে ধরার জন্য দিল্লির পুলিশ ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছিল।
পুলিশ জানিয়েছে, আকবরকে ধরতে পুলিশ কৌশলে নেহেরু স্টেশনে অবস্থান নিয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আবকর ও তার সহযোগীরা গুলি চালায়।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা