সারদাকাণ্ডে গ্রেফতার মনোরঞ্জনা সিংহর জামিন মঞ্জুর করল ভারতের সুপ্রিম কোর্ট। গ্রেফতার হওয়ার পর থেকে অসুস্থতার জন্য অধিকাংশ সময় হাসপাতালেই ছিলেন মনোরঞ্জনা। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে জামিন পেলেন তিনি। খবর এবিপি আনন্দের।
২০১৫ সালের ৭ অক্টোবর সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহর প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনাকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রতারণার অভিযোগ ছিল। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট থেকে ইডি, সিবিআই। বার বার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মনোরঞ্জনা। সিবিআইয়ের দাবি, বিভিন্ন সময়ে তাঁর বয়ানে নানা অসঙ্গতিও মিলেছে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব