কাশ্মীরে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার একটি শূন্য আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা শ্রীনগরে সবচেয়ে কম ভোট পড়েছে এবার। গত ২৭ বছরের ইতিহাসে এত কম ভোটারের উপস্থিতি দেখা যায়নি। মাত্র ৭ শতাংশ ভোটার কেন্দ্রে উপস্থিত হন এদিন।
মূলত অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নির্বাচন বয়কট করা ও নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে আক্রমণ চালানোর কারণেই ভোটারদের উপস্থিতি কম ছিল।
অন্যদিকে সারাদিনই নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফাঁকা গুলিবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনী। আর এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর সদস্যসহ আহত হয়েছে আরো অনেকেই।
এদিকে আসছে ১২ এপ্রিল স্থানীয় অনন্তনাগ এলাকায় উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী তাসাদ্দুক মুফতি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বাতিলের সম্ভবনার কথা জানিয়েছেন। তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ছোটভাই।
সূত্র: এনডিটিভি