অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে সঙ্গে নিয়ে দিল্লির মেট্রোয় চড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার দুপুরে তাকে সঙ্গে নিয়ে মান্ডি হাউজ মেট্রো স্টেশনে চলে যান মোদি। মান্ডি স্টেশনে পৌঁছোনো মাত্রই ‘মোদি, মোদি’ স্লোগান দিতে থাকেন স্থানীয়রা। স্টেশনে উপস্থিত মেট্রোর যাত্রীদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে মেট্রোয় চড়েন দুই রাষ্ট্রপধান। এরপর মেট্রোয় চলে অক্ষরধাম মন্দির পর্যন্ত যান দুইজনে। মোট্রোর আসনে পাশাপাশি বসে সেলফিও তোলেন টার্নবুল। এরপর অক্ষরধাম মন্দিরে গিয়েও দুইজনে পাশাপাশি বসে ছবি তোলেন।
পরে ট্যুইটে মেট্রো ভ্রমণের ছবি পোস্ট করে মোদি লেখেন ‘প্রধানমন্ত্রী টার্নবুল ম্যালকম’এর সঙ্গে দিল্লি মেট্রোয় চড়ছি। আমরা অক্ষরধাম মন্দিরের দিকে যাচ্ছি’। অন্যদিকে অষ্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী নিজেদের সেলফি পোস্ট করেন তার ট্যুইটে।
চারদিনের সফরে রবিবার ভারতে আসেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সোমবার সকালে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠক করেন মোদি। সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের মধ্যে ছয়টি এমওইউ স্বাক্ষরিত হয়। পরে দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে মোদি জানান ‘দুই দেশের সমগ্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমরা পর্যালোচনা করলাম। দুই দেশের অংশীদারিত্বের ক্ষেত্রগুলিকে আরও শক্তিশালী করতে একাধিক সিদ্ধান্ত নিলাম’।
টার্নবুল জানান ‘অষ্ট্রেলিয়ায় পাঠরত ভারতীয় শিক্ষার্থীদের অসামান্য সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে আমাদের সরকার নিশ্চিয়তা দেবে’।