বিদেশী গুপ্তচর ধরিয়ে দিতে এবার লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চীন। আর এ টাকার পরিমাণও কম নয়, অর্ধকোটি টাকারও বেশি, এ ধরনের গুপ্তচরদের সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ৭২ হাজার ৪০০ ডলার বা প্রায় ৫৯ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে সরকার। চালু করা হয়েছে একটি হট লাইনও।
চীনা গণমাধ্যম বেইজিং ডেইলি জানায়, চীনের নিরাপত্তা বিপদাপন্ন করতে পারে অথবা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য চুরি করতে পারে- এমন কারো সম্পর্কে জানতে পারলে যে কেউ ই-মেইলের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষকে তা জানাতে পারেন।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশী গুপ্তচরদের সম্পর্কে তথ্য দিলে দেড় হাজার ডলার থেকে ৭২ হাজার ৪০০ ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে। পুরস্কারের পরিমাণ কত হবে, তা নির্ভর করছে তথ্যের গুরুত্বের ওপর। তবে এ ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে তা মেনে নেয়া হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: বেইজিং ডেইলি