পাকিস্তানে নিরাপত্তা নেই। তাই পাকিস্তান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সুফি কাওয়াল গায়ক আমজাদ সাবরির পরিবার। গত বছর তালিবানের গুলিতে প্রাণ হারানে এই নামী সুফি কাওয়াল গায়ক। তারা ‘নিরাপত্তার অভাব’ বোধ করছেন বলে জানিয়েছেন সাবরির ভাই আজমত।
গত বছরের ২৩ জুন সাবরি এক সঙ্গীকে নিয়ে গাড়িতে লিয়াকতাবাদ যাচ্ছিলেন। তালিবানের গুলিবৃষ্টিতে আহত হন দুজনেই। তাদের দেশটির আব্বাসি শহিদ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান সাবরি। তালিবানের দলছুট গোষ্ঠী হাকিমুল্লাহ মেহসুদ হামলার দায় স্বীকার করে।
আজমত বলেছেন, আমাদের জন্য যে নিরাপত্তা দেয়া আছে, তাতে আমরা স্বস্তি পাচ্ছি না। আমাদের ওপর নজরদারি চলছে বলে মনে হয়। সেজন্যই চলে যেতে চাইছি। লন্ডনে থাকতে চাই। ওখানে এক ভাই আছে আমাদের। ভিসা পেলে কালই দেশ ছাড়তে তারা তৈরি বলে জানিয়েছেন তিনি। এর আগে একটি টিভি চ্যানেলকেও তিনি বলেন, এখানে নিরাপত্তার অভাব বোধ করছি, যদিও আজীবন এখানেই বাস আমাদের, লিয়াকতাবাদকে ভালোবাসি। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার