এল সালভাদরে সোমবার মাঝারি আকারের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
দেশটির পরিবেশ মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, রাজধানীর কাছে অনটিগুয়ো কাসাতলান শহরের কাছে গ্রিনিচ মান সময় ২৩৫২টায় ভূ-পৃষ্ঠ থেকে চার কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।
নভেম্বরে এলসালভাদর ও নিকারাগুয়া উপকূলে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম