ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি কটূক্তিমূলক ট্যুইট করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অাসমের আদালত।
সোমবার ডিফু আদালতের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নব কুমার ডেকা বরুয়া কেজরিওয়ালের বিরুদ্ধে দশ হাজার রুপির জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি আগামী ৮ মে’এর আগে আপ নেতাকে আদালতে হাজিরা দিতে বলেন।
গত বছরই মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্যুইটারে কটূক্তিমূলক মন্তব্য করেছিলেন কেজরিওয়াল। এরপর ওই বছরের ২৬ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কার্বি আংলং স্বশাসিত জেলা কাউন্সিল’এর এক্সিকিউটিভ মেম্বার সুর্য রংফার। সেই মামলার প্রেক্ষিতে চলতি বছরের ৩০ জানুয়ারি কেজরিয়ালকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের আইনজীবী গুরপ্রীত সিং উপ্পল মারফত আদালতের কাছে ৭ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নেন কেজরিওয়াল। আদালতের কাছে তার অনুরোধ ছিল, আগামী ২৩ এপ্রিল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের কারণে দিল্লি ছেড়ে যাওয়া সম্ভব নয়।
কিন্তু সোমবার আদালতের পক্ষ থেকে কেজরিওয়ালের সেই অনুরোধ খারিজ করে বলা হয়, আগে যেহেতু একবার তিনি নির্দিষ্ট তারিখে হাজিরা দেননি তাই নতুন করে কেজরিওয়ালের আর্জি গ্রাহ্য করা হবে না। সেই সঙ্গে তার বিরুদ্ধে ১০ হাজার রুপির জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ৮ মে মামলার পরবর্তী শুনানি।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব