মিশরের আলেকজান্দ্রিয়া থেকে চিকিৎসার জন্য মুম্বাইয়ে পা ফেলার ঠিক দুই মাসের মাথায় ওজন অর্ধেক হয়ে গেল ইমান আহমেদের। ৫০০ কেজির বেশি ওজন নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে স্থুলকায় নারী। সেই ইমানেরই ওজন কমেছে ২৪২ কেজি।
বেরিয়াট্রিক সার্জেন মুফজল লাকদাওালা মঙ্গলবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান। গত ৭ মার্চ ইমানের অস্ত্রোপচার তিনিই করেছিলেন। ইমানকে আরও একমাস হাসপাতালের থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তারা আরও জানান, ক্রমেই সুস্থতার দিকে এগোচ্ছেন ৩৬ বছরের এই নারী। ওজন কমায় নাটকীয়ভাবে তার শরীরের বিভিন্ন সমস্যাগুলি একে একে কেটে যাচ্ছে। তার হার্ট, কিডনি, লিভার ও বাড়তি ফ্লুইডের স্তর এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে, তিন বছর আগে ব্রেন স্ট্রোকের কারণে ইমানের ডানদিকে এখনও পক্ষাঘাতগ্রস্ত।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা