মঙ্গোলিয়ায় একটি মাঠে প্রশিক্ষণ চলাকালে ভুলবশত : একটি তাজা গ্রেনেড বিস্ফোরণে দুই সৈন্য নিহত ও অপর আটজন আহত হয়েছেন। আজ বুধবার সশস্ত্র বাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়।
ব্রিফিংয়ে বলা হয়, রাজধানী উলানবাটরের প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সৈন্যের দক্ষিণ সুদানে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম