যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই কূটনীতিক আজ বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে আলোচনা শুরু করেছেন। সিরিয়ায় রাসায়নিক হামলা এবং পরবর্তীতে এর জবাবে দামেস্কে ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্র হামলা প্রশ্নে উভয় পক্ষের বিপরীতমুখী অবস্থানের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এ আলোচনা শুরু করেন।
উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিনিয়র কোনো সদস্য এই প্রথমবারের মতো মস্কো সফরে গেলেন।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম