জঙ্গি দমনে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস। আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আস্তানা লক্ষ্য করে অপারমানবিক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের আচিন জেলার নাঙারহারের বিস্তীর্ণ এলাকায় বোমা হামলা করা হয়েছে। খবর সিএনএনের।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ এমসি-১৩০ বিমানে করে জিবিইউ-৪৩ বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রালয়ের এক মুখপাত্র। জিবিইউ-৪৩ বোমাগুলি মার্কিন বিমানসেনাবাহিনীর কাছে MOAB নামে পরিচিত। MOAB কথাটির সম্পূর্ন অর্থ হল Mother Of All Bombs।
বড় ধরণের কোনও বিস্ফোরণ ঘটাতেই সাধারণত এই প্রকারের বোমা ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী। অপারমানবিক হলেও এই ধরণের বোমার প্রভাব পারমানবিক বোমার থেকে কিছু কম নয় বলে জানিয়েছেন আমেরিকার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিক ফ্র্যাঙ্কোনা।
আরও জানা গেছে, পেন্টাগনের তরফে আফগানিস্তানের মাটিতে লুকিয়ে থাকা আইএস জঙ্গিদের খতম করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ২১ হাজার পাউন্ডের দু’টি অপারমানবিক বোমা ফেলা হয়েছে কাবুলিওয়ালার দেশের পূর্ব প্রান্তে পাকিস্তান সীমান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইএস জঙ্গিদের আস্তানায়।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১