যে কোনও মুহূর্তে উত্তর কোরিয়া-আমেরিকা ভয়াবহ যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করছে চীন। আর এ যুদ্ধে হাজার হাজার প্রাণহানি ঘটতে পারে। ট্রাম্পের হুশিয়ারির পর এ শঙ্কা আরও জোরালো হয়েছে।
চীনের ধারণা, বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কে যেমন বৈরীতা বিরাজ করছে তাতে যে কোন মুহূর্তে উত্তর কোরিয়ার ওপর সামরিক আঘাত করতে পারে যুক্তরাষ্ট্র। আর এতে উত্তর কোরিয়াও হয়তো বসে থাকবে না। ভয়াবহ প্রাণহানিকর যুদ্ধের আশঙ্কায় রয়েছে এ দুই দেশ।
সম্প্রতি খবরে প্রকাশ, উত্তর কোরিয়া নতুন করে পরমাণু বোমা পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই খবর সামনে আসার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, ''উত্তর কোরিয়ার এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করা হবে।''
এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, ''যদি আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে কোনও ভাবে যুদ্ধ বাধে তবে, তা মানুষেরই ক্ষতি। সেই সঙ্গে তার প্রভাব পড়বে পড়শি দেশগুলির ওপরও।'' আরও বলেন, ''কথার মাধ্যেমে দুই দেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা উচিত।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ