ইরাকে মসুলের পশ্চিমাঞ্চলে বিমান হামলায় জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর অন্যতম সিনিয়র ধর্মীয় নেতা নিহত হয়েছেন। আজ শনিবার ইরাকি বাহিনী একথা জানিয়েছে।
বৃহস্পতিবার মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় আব্দুল্লাহ্ আল-বাদরানি ওরফে আবু আয়ুব আল-আতার নিহত হন। আল-বাদানির বিরুদ্ধে বেসামরিক মানুষের ওপর নির্যাতন, হত্যা ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।
ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখন পুরনো নগরীর আল-নুরী মসজিদ আইএস এর কবল থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম