মিশরের আসওয়ান শহরে তিন হাজার বছর পুরনো শিশুদের কয়েকটি সমাধির সন্ধান পাওয়া গেছে। শুক্রবার দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের প্রধান ড. আয়মান আসমায়ি বলেন, এগুলোর একটি খুঁজে পেয়েছে সুইডিশ-মিশরীয় এক অনুসন্ধানী দল। সমাধিগুলো মিশরের ১৮ তম রাজবংশীয় শাসনামলের। অর্থাৎ এগুলো খ্রিস্টপূর্ব ১৫৪৯/১৫৫০ থেকে ১২৯২ সালের ভেতরকার সমাধিক্ষেত্র।
এরইমধ্যে মিশরীয়-অস্ট্রেলীয় একটি দল সমাধিভূমির খণ্ডাংশ এবং সুইজারল্যান্ডের একটি দল নারী ভাস্কর্য খুঁজে পেয়েছে বলে জানা গেছে। তবে চুনাপাথরে নির্মিত ৩৫ সেন্টিমিটার লম্বা ওই ভাস্কর্যের ডান হাত, পায়ের পাতা এবং মাথা পাওয়া যায়নি।
দেশটির গেবেল আল সিলসিলায় এসব প্রাচীন সমাধির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা। সেখানে দুই থেকে তিন বছর বয়সী শিশুসহ বিভিন্ন বয়সের শিশু কঙ্কাল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত