ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর সৃষ্ট উত্তেজনার মাঝে শুক্রবার এসব ফিলিস্তিনি নিহত হন।
ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, পশ্চিম তীরের আল-বীরে শহরের বায়তুল চেকপয়েন্টে ইসরায়েল সেনারা শুক্রবার বিকেলের দিকে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ইসরায়েল সেনারা দাবি করছে, ওই ফিলিস্তিনি নাকি সেনাদের ছুরি মারার চেষ্টা করেছেন। তারা দাবি করছে, ফিলিস্তিনি নাগরিকের ছুরি মারার চেষ্টায় এক ইসরায়েল সেনা আহত হয়েছেন।
বাসিল ইসমাইল নামে আরেক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েল সেনারা গুলি চালালে তিনি নিহত হন।
ইয়াসির সোকার নামে ৩২ বছর বয়সী এক বিক্ষোভকারী অবরুদ্ধ গাজা উপত্যকার শাজাইয়া এলাকায় নিহত হয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত