যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শনিবার বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর অভিযানের জন্য কমপক্ষে এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা চলছে।
তবে সেই 'এক ব্যক্তি কে হতে যাচ্ছেন এবং কখন থেকে এ নিষেধাজ্ঞা আসছে'- তার ব্যাপারে কিছুই বলেননি টিলারসন। তবে সেই এক ব্যক্তি যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোর ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করেছেন তা টিলারসনের কথায় স্পষ্ট।
আগামী সপ্তহের শুরুতে ট্রাম্প প্রশাসন মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির জন্য এ নিষেধাজ্ঞার বিষয়ে ঘোষণা দিতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা ও সম্পদ থেকে দূরে ঠেলে দেয়া হবে মিয়ানমারকে।
দীর্ঘদিন ধরে মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে ফের দেশটির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। সূত্র : স্পোকসম্যান রিভিউ
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা